দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এসএসসি দুর্নীতি মামসায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ আত্মীয় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না সহ বেশ কিছু নথি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে। এদিকে পিংলার খিরিন্দায় তার জামাইয়ের স্কুল খোলাই রয়েছে। অন্যান্য দিনের মতোই চলছে পঠন পাঠন। স্থানীয় অভিভাবকদের দাবি, 'যারই স্কুল হোক, আমরা শুনেছিলাম ভালো স্কুল। তাই ছেলে মেয়েদের পড়তে পাঠিয়েছি। আমরা চাই স্কুল খোলা থাক।'