পাকিস্তানও শ্রীলঙ্কা হবে, মত ইমরানের

author-image
Harmeet
New Update
পাকিস্তানও শ্রীলঙ্কা হবে, মত ইমরানের

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার মতো হাল হতে আর খুব দেরি নেই পাকিস্তানের। দ্বীপরাষ্ট্রের মতো এদেশের মানুষও ‘প্রকৃত স্বাধীনতা’ চেয়ে রাস্তায় নেমে আসবেন। এমনই মনে করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দিন আগেই ইমরানের দল পিটিআইয়ের সমর্থিত পিএমএল-কিউয়ের প্রার্থী চৌধরি পারভেজ ইলাহিকে হারিয়ে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হামজা শাহবাজ। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র হামজার কুর্সি দখলেও বিতর্কের আঁচ লেগেছে। কারণ ইলাহি তাঁর চেয়ে বেশি ভোট পাওয়া সত্ত্বেও ১০টি ভোট নাকচ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। সেই লড়াই এখন সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে গতকাল টুইটারে শাসক জোটকে তীব্র আক্রমণ করে ইমরান লিখেছেন, ‘‘মাত্র তিন মাসেই (আসিফ আলি) জারদারিদের এবং শরিফদের মাফিয়ারা রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে দেশের হাঁটু ভেঙে দিয়েছে। এদের লক্ষ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানকে লুট করে জড়ো করা সম্পদ আগলে রাখা।’’ ইমরান জানিয়েছেন, তিনি প্রকৃত স্বাধীনতার ডাক দেওয়ার পরে জনতার সাড়া পেয়েছেন। মানুষের সঙ্গে আলাপচারিতায় এ-ও বুঝতে পেরেছেন যে, তাঁরা মাফিয়াদের রাজত্ব আর চলতে দেবেন না। এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সেই দিন আর বেশি দূরে নেই, যেদিন শ্রীলঙ্কার মতো আমাদের দেশের মানুষও রাস্তায় নেমে আসবেন।’’