নিজস্ব সংবাদদাতাঃ ভুমধ্যসাগর থেকে প্রায় ১ হাজার ১০০ জন শরণার্থীকে উদ্ধার করা হল। এর মধ্যে পাঁচ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ইটালির কোস্টগার্ড ভুমধ্যসাগরে সার্চ অপারেশন চালাচ্ছিল। সে সময় মাছ ধরার নৌকা ভাসছিল ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলের দিকে। সেই নৌকার মধ্যে বস্তাবন্দি অবস্থায় ছিল প্রচুর মানুষ। তা দেখেই উদ্ধার করে ইটালির কোস্টগার্ড। রবিবার ইটালির কোস্টগার্ড জানিয়েছে তারা ৬৭৪ জনকে উদ্ধার করেছে। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশের উদ্ধারকারী দল ৪৪৪ জনকে উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমধ্যসাগরের ওপারে থাকা আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করছিলেন ওই শরণার্থীরা। দারিদ্রে জীর্ণ সেদেশের গরিব মানুষ ভাল জীবনের আশায় ইউরোপে আসার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। প্রায় ২৪ ঘণ্টার পাঁচটি অপারেশনে এদের উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৮৭ জন অভিভাবকহীন নাবালক-নাবালিকাও রয়েছে।