গোপীনাথপুরে উলটো রথে মানুষের ঢল

author-image
New Update
গোপীনাথপুরে উলটো রথে মানুষের ঢল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:কেশপুর ব্লকের গোপীনাথপুর এলাকায় উলটো রথে মানুষের ঢল। কোভিড পরিস্থিতিতে রথ টানা বা রথের মেলা না হলেও রীতি মেনে পূজা অর্চনা হয়েছে। জগন্নাথ দেবকে রথে বসানোও হয়েছে। অতি প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দিরকে নতুন ভাবে সাজানো হয়েছে।এদিনের উলটো রথে এলাকার মহিলা থেকে কচিকাঁচার সবাই হাজির হয়েছিল। মেলা না বসলেও জিলিপির দোকান, পাঁপড়ের দোকান বসেছিল এই রথে।