মাধ্যমিক পাসে মিনিস্ট্রি অফ টেক্সটাইলে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
মাধ্যমিক পাসে মিনিস্ট্রি অফ টেক্সটাইলে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। মিনিস্ট্রি অফ টেক্সটাইলে মাধ্যমিক পাসে চাকরির সুযোগ রয়েছ। জুনিয়র ওয়েভার পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৭ টি। মাধ্যমিক পাসের সঙ্গে প্রসাঙ্গিক বিষয়ে আইটিআই বা ডিপ্লোমা করা থাকলে এবং ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

বয়স- চাকরি প্রার্থীর বয়স ৩০ বছরের  বেশি হলে চলবে না। সরকারি চাকরিজীবীরা ৪০ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য আবেদন করতে পারবে।

বেতন- ২৯,২০০ থেকে ৯২,৩০০।

আবেদনের জন্য আবেদন ফর্ম ফিলাপ করে এই ঠিকানায় চিঠি পাঠান (ডিরেক্টর, ওয়েভার্স সার্ভিস সেন্টার, বি-2 উইভার্স কলজি, ভারত নগর, দিল্লি – ১১০০৫২)। www.handlooms.nic.in লিঙ্কে গিয়ে ফর্ম দেখে নিন।  আবেদনের শেষ তারিখ ২৩.০৮.২০২২।