হাতির হামলায় ব্যাপক ক্ষতি ফসলের

author-image
Harmeet
New Update
হাতির হামলায় ব্যাপক ক্ষতি ফসলের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :ঝাড়গ্রাম ব্লকের লবকুশ , শিরশী, আমলাচটি, চন্ডিপুর এলাকায় প্রায় ৩৫ টি হাতি তাণ্ডব শুরু করেছে। যার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। মাঠে থাকা সবজি ও চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। তাই সর্বশান্ত হয়ে পড়ছেন এলাকার চাষীরা। সেই সঙ্গে হাতির দল আমন ধানের বীজতলা নষ্ট করে দিচ্ছে। সেভাবে বাড়ি ঘর ভাঙচুর না করলেও সবজি চাষের ব্যাপক ক্ষতি করছে বলে লবকুশ গ্রামের বাসিন্দারা জানান।

শনিবার রাত থেকেই হাতির দল ভয়াবহ তান্ডব শুরু করেছে। যেখানে প্রতি বিঘা জমিতে সবজি চাষ করতে কুড়ি হাজার টাকার বেশি খরচ হয়, সেখানে বনদফতর এর পক্ষ থেকে ক্ষতিপূরন দেড় হাজার টাকা দেওয়া হয়। তাও আবার সঠিক সময়ে দেওয়া হয় না বলে অভিযোগ। ফলে সবজি চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেইসঙ্গে বীজতলা নষ্ট করে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে ধান চাষীদের। বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু বনদফতর কেবল সতর্ক থাকার নির্দেশ দিয়েই চুপ বলে অভিযোগ চাষীদের । স্থানীয় সূত্রে খবর, ওই হাতির দলটি এখন রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে গ্রামবাসীরা অন্য কোথাও যেতে পারছে না। কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই গ্রামবাসীরা নিজেরাই হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য হুলা জ্বালিয়ে হাতি তাড়ানোর কাজ শুরু করেছেন।