ভয়ঙ্কর দাবানল, জারি জরুরি অবস্থা

author-image
Harmeet
New Update
ভয়ঙ্কর দাবানল, জারি জরুরি অবস্থা

নিজস্ব সংবাদদাতাঃ ইয়োসেমিট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার থেকে দাবানল শুরু হওয়ার পর ক্রমে ছড়িয়ে পড়েছে আগুন। দমকলকর্মীরা ২৪ ঘন্টা পরেও দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি। "দাবানল অগ্নিনির্বাপকদের চ্যালেঞ্জ করছে," ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট বলেছে। তিন হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) মতে, ১১ হাজার ৯০০ একর (৪,৮১৫ হেক্টর) ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গিয়েছে।