New Update
/anm-bengali/media/post_banners/82XocWJajQbBha5K8Ie5.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: এবার বিজেপিও ২১ শে জুলাই শহিদ দিবস পালন করবে।সেই কথাই মঙ্গলবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে জানান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। তন্ময় দাস জানান, “কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল সিপিএমের দ্বারা। কংগ্রেস সিপিএম আবার জোট হয়ে গিয়েছে।আর বর্তমানে রাজ্যে তৃণমূল দ্বারা বিজেপি আক্রান্ত হচ্ছে। কর্মীরা মারা যাচ্ছে। তাই রাজ্যের নির্দেশে আমরা ২১ শে জুলাই শহিদ দিবস পালন করবো যে সমস্ত কর্মীরা মারা গিয়েছে তাদের উদ্দ্যশ্যে শ্রদ্ধা জানানোর জন্য।“ যদিও এই কর্মসুচীকে কটাক্ষ করছে তৃণমূল। তারা বলেছে, “মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসুচী কপি করছে বিজেপি। এতে কোনো লাভ হবে না।“
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us