New Update
/anm-bengali/media/post_banners/4BvW2jc3bgq5MiipAEuq.jpg)
নিজস্ব সংবাদদাতা; পিছিয়ে দেওয়া হয়েছে আসন্ন কলকাতা ফুটবল লিগ শুরুর দিন। ২ আগস্ট থেকে লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে আইএফএ-কে চিঠি দিল মোহনবাগান।
চিঠিতে বাগানের পক্ষ থেকে বলা হয়েছে, "দয়া করে জানান, বকেয়া প্রায় ৬০ লক্ষ টাকা কত দিনের মধ্যে মেটানো হবে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিস্তির কত টাকা মেটানো হবে? এবং সব মিলিয়ে কতগুলি কিস্তিতে পুরো টাকাটা শোধ করা হবে?" যার উত্তরে আইএফএ জানিয়েছে, আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us