Monkeypox: জরুরি অবস্থা ঘোষণা করল WHO

author-image
Harmeet
New Update
Monkeypox: জরুরি অবস্থা ঘোষণা করল WHO

নিজস্ব সংবাদদাতা: মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে শনিবার এই কথা জানানো হয়েছে হু-এর পক্ষ থেকে। ৭৫ টি দেশ থেকে এখনওঁ পর্যন্ত ১৬ হাজারেরও বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, জানিয়েছেন ডব্লিউএইচও'র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। টেড্রোসের মতে, "ডাব্লুএইচও-র মূল্যায়ন অনুযায়ী মাঙ্কিপক্সের ঝুঁকি বিশ্বব্যাপী।"