পার্থর গ্রেফতারি নিয়ে তৃণমূলকে তুলোধনা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

author-image
Harmeet
New Update
পার্থর গ্রেফতারি নিয়ে তৃণমূলকে তুলোধনা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

নিজস্ব সংবাদদাতা : কলকাতার বুকে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার সকালেই ইডির হাতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এই একই দিনে বিজেপির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় পা রেখেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 

সেখানেই বক্তব্য রাখার সময় এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দুর্নীতিবাজদের সরকার চালাচ্ছে, রাজ্যে দুর্নীতির মাত্রা হতবাক করেছে এবং তা নজিরবিহীন।' তার কথায়, "টিএমসি সরকার দুঃশাসন এবং দুর্নীতির সমস্ত সীমা অতিক্রম করেছে। রাজ্যে দুর্নীতির স্তরটি মর্মান্তিক এবং নজিরবিহীন। টিএমসি সরকার আর জনগণের সরকার নয়, বরং এটি দুর্নীতিবাজদের সরকার।"