আলোচনায় 'MODI@20', কী বললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?

author-image
Harmeet
New Update
আলোচনায় 'MODI@20', কী বললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা একটি বই হল 'Modi@20 Dreams Meet Delivery', যেটি প্রধানমন্ত্রীর ২০ বছরের রাজনৈতিক জীবন থেকে শুরু করে তার মুখ্যমন্ত্রীত্ব ও প্রধানমন্ত্রীর কার্যকালকে তুলে ধরে। রাজনীতিতে তার আবির্ভাব থেকে শুরু করে আজ পর্যন্ত, দীর্ঘ যাত্রা পথে রয়েছে অনেক টানা পোড়েন, অনেক উথ্থান-পতন। আর এসব কিছু নিয়েই বর্নিত হয়েছে 'MODI@20'।

শনিবার এ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বাগুইআটিতে। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ, ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রধানমন্ত্রীকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি। কেমন সেই অভিজ্ঞতা? প্রধানমন্ত্রী সম্পর্কে কী বললেন তিনি, রইলো ভিডিও।