New Update
/anm-bengali/media/post_banners/Jlovpi96Wv09JscIj2Eg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খেলার মাঠ পেরিয়ে হরভজন সিং-কে এবার দেখা যাবে সিলভার স্ক্রিনে। ব্যাট ছেড়ে এবার ক্যামেরার সামনে অভিনয় করবেন ভাজ্জি। তামিল ভাষার এই স্পোর্টস ছবিটির নাম ‘ফ্রেন্ডশিপ’। ছবিটি পরিচালনা করেছেন জন পাল রাজ এবং শ্যাম সূর্য। ইতিমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। ছবির সহ প্রযোজক রাম মাদ্দুকুরি জানান, খেলার মাঠের উৎসাহ ভাজ্জি ফুটিয়ে তুলেছে বড় পর্দায়। তামিল ভাষার পাশাপাশি ছবিটি হিন্দি, কানাডা এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us