এ রাজ্যেও ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবি উঠলো

author-image
Harmeet
New Update
এ রাজ্যেও ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবি উঠলো

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : চলতি মাসের ৬ তারিখ পাঞ্জাব সরকার তার রাজ্যের মানুষদের জন্য বিনামূল্য ৩০০ ইউনিট বিদ্যুতের কথা ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার পাণ্ডবেশ্বরে ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী লেলিনবাদী সিপিআইএমএল কর্মী সমর্থকরা পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে পাঞ্জাবের মত এ রাজ্যেও ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে- এই দাবিতে বিডিও কে একটা স্মারকলিপি দিলেন ।

পাণ্ডবেশ্বরের সিপিআইএমএল নেতা কীর্তন কোটাল জানান, 'যেভাবে পাঞ্জাব সরকার তার রাজ্যের মানুষদের জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন, ঠিক সেভাবেই পশ্চিমবাংলার সরকার এ রাজ্যেও ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করুক।' কীর্তন বাবু অভিযোগ করেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলায় বিদ্যুতের ইউনিটের দাম অনেক বেশি। এই মর্মে শুক্রবার বেলা ১১ টা থেকে পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দফতরের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর, বিডিওর হাতে একটা স্মারকলিপি তুলে দেওয়া হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেলিনবাদী সিপিআইএমএএলের পক্ষ থেকে ।