New Update
/anm-bengali/media/post_banners/baCKVoTefFbhIoOGDlsd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক নীলবাতি ও লালবাতি লাগানো ভুয়ো আধিকারিকের সন্ধান পাওয়া যাচ্ছে। এদিকে সনাতনকাণ্ডের পর সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। গাড়িতে লাল ও নীল বাতি লাগানো বৈধ কিনা দেখতে আজও চলছে কলকাতা ট্রাফিক পুলিশের অভিযান। জানা গিয়েছে, গতকাল ১২১টা গাড়িকে চিহ্নিত করা হয়। বৈধতা না থাকায় খুলে নেওয়া হয় আলো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us