নিজস্ব সংবাদদাতাঃ আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র তিন জেলার (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্তের অবস্থান ছিল। জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর-পূর্ব দিকে চলে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা।