বিয়ের পর মেয়েকে পাঠানো বাবার উপহার, ভাইরাল নেটদুনিয়ায়

author-image
Harmeet
New Update
বিয়ের পর মেয়েকে পাঠানো বাবার উপহার, ভাইরাল নেটদুনিয়ায়

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বিয়ে হয়েছে পবন কুমার এবং প্রত্যুষার। তেলেগু সংস্কৃতির একটি জনপ্রিয় রীতি অশধা মাসাম। রীতি অনুযায়ী অন্ধ্রপ্রদেশের এই নবদম্পতির জন্যে উপহার পাঠালেন মেয়ের বাবা। যা দেখে চক্ষু চড়ক গাছ সকলেরই। উপহারেরে তালিকায় ছিল হাজার কেজির মাছ, হাজার কেজির সবজি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগী, ১০টি ছাগল সহ আরও কতো কি। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য।