জানেন কি হার্ট অ্যাটাকের লক্ষণগুলি?

author-image
Harmeet
New Update
জানেন কি হার্ট অ্যাটাকের লক্ষণগুলি?

নিজস্ব সংবাদদাতাঃ মানুষের শরীরে কোনও রোগ হওয়ার পূর্বে তা আগে থেকেই জানান দেয়। তেমন হৃদযন্ত্রের কোনও রকম কোনও সমস্যা হলে তাও শরীরে আগে থেকে বোঝা যায়। উপসর্গগুলো জেনে নিন। ১> উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ২> এছাড়া শ্বাসকষ্টের সমস্যা হলেও তা হার্ট অ্যাটাকের লক্ষণ। তাই শ্বাসের কষ্ট অনুভূত হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ৩> যদি শরীরে অত্যধিক ঘাম অনুভূত হয় তাহলে তা দুশ্চিন্তার কারণ হতে পারে। কেননা, শরীরে ঠিকমত রক্ত সঞ্চালন না হওয়ার কারণে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ৪> যদি মাঝরাতে ঘুম ভেঙে ঘামতে থাকেন, তাহলে তা এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। ৫> বুকে ব্যাথা বা চাপ অনুভূত হলেও তা উপেক্ষা করবেন না। ৬> মেয়েদের ক্ষেত্রে বুকে ব্যাথা, ঘাম হওয়া, হাঁপ ধরা, পেটে অস্বস্তি, পিঠে ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা দিলে তা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।