উত্তপ্ত ছত্তিশগড়, নকশালদের গুলিতে শহীদ সেনা জওয়ান

author-image
Harmeet
New Update
উত্তপ্ত ছত্তিশগড়, নকশালদের গুলিতে শহীদ সেনা জওয়ান

 নিজস্ব সংবাদদাতাঃ সেনা নকশালদের মধ্যে সংঘর্ষে কাঁপল ছত্তিশগড়। বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন যে, মঙ্গলবার ছত্তিশগড়ের আমদাই ঘাঁটিতে নকশালদের সঙ্গে সংঘর্ষ বাঁধে জওয়ানদের। এই ঘটনায় একজন আইটিবি জওয়ান গুরুতর আহত হয়েছেন এবং একজন জওয়ান শহীদ হয়েছেন। এলাকায় আরও কোনও নকশাল লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে বাহিনী।