ভয়ংকর ব়্যাট ফিভারের থাবা আফ্রিকায়

author-image
Harmeet
New Update
ভয়ংকর ব়্যাট ফিভারের থাবা আফ্রিকায়

নিজস্ব সংবাদদাতা: নাক দিয়ে গলগল করে বেরচ্ছে রক্ত! সঙ্গে ধুম জ্বর আর মাথা যন্ত্রনা। তারপরই কিডনি বিকল হয়ে মৃত্যু! মারবার্গ ভাইরাসের পর আফ্রিকায় এবার ভয়াবহ ব়্যাট ফিভারের থাবা। ব্যাকটেরিয়াজনিত এই রোগে ইতিমধ্যেই তানজানিয়া প্রদেশের ২০ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। একের পর এক অতি সংক্রামক রোগের দাপটে কাঁপছে আফ্রিকা।