জ্ঞানব্যাপী মসজিদ মামলায় শুনানি শুরু

author-image
Harmeet
New Update
জ্ঞানব্যাপী মসজিদ মামলায় শুনানি শুরু

​নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার জ্ঞানব্যাপী মামলায় শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ পরিচালনাকারী আঞ্জুমান ইন্তেজেমিয়া মসজিদ কমিটির দায়ের করা আবেদনটি আদালত-নিযুক্ত কমিশনের জরিপ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছে যা মসজিদটি পরিদর্শন ও জরিপ পরিচালনা করেছে। 





এদিকে উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন বিতর্কিত জ্ঞানবাপি স্থানে পাওয়া যায় বলে কথিত 'শিবলিঙ্গ' উপাসনার অধিকার চেয়ে একটি আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। জ্ঞানব্যাপী মসজিদে আবিষ্কৃত শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের আবেদনও গ্রহণ করতে অস্বীকার করেছে দেশের শীর্ষ আদালত।