ড্রোন দিয়ে নজরদারি চালাল CID

author-image
Harmeet
New Update
ড্রোন দিয়ে নজরদারি চালাল CID



নিজস্ব প্রতিনিধি, অন্ডাল:
কয়লা কান্ডে সিবিআই-এর পর এবার তৎপর হলো CID। আজ খনি অঞ্চলের বিভিন্ন এলাকার অবৈধ খনিগুলিতে CID-র টিম ড্রোন দ্বারা সার্ভে করে। বৃহস্পতিবার সকালে অন্ডালের হরিশপুর এলাকায় শিব মন্দিরের পিছনে তালডাঙ্গা সহ বিভিন্ন অবৈধভাবে কয়লা উত্তোলন করা খনিগুলি পরিদর্শন করলেন সিআইডির টিম। সেইসঙ্গে ড্রোন দিয়ে সার্ভে করা হলো কত পরিমান কয়লা চুরি গেছে সে বিষয়ে। বিশেষ সূত্রে খবর, অন্ডালের বেশ কয়েক জন কয়লা মাফিয়ার নাম রয়েছে সিআইডির খাতায়। এদিন সিআইডির আধিকারিকদের সঙ্গে ছিলেন অন্ডাল থানার পুলিশ সহ ইসিএল এ নিরাপত্তা বাহিনী। কয়েকদিন আগে সিআইডির টিম আসানসোল পাণ্ডবেশ্বর অন্ডাল থেকে চারজনকে গ্রেপ্তার করে। ওম আগারওয়াল ,যুধিষ্ঠি ঘোষ অভিষেক সিনহা ,বিজয় সিং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে