নিজস্ব সংবাদদাতা : প্রতীক্ষার অবসান। ধর্মতলায় শহীদ দিবসের সভামঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, 'মানুষের বৃষ্টি ২০২৪ সালে বিজেপিকে ভাসাবে। এদের মেরুদণ্ড একদিকে সিবিআই, আরেকদিকে ইডি। আমাদের মেরুদন্ড সোজা। মাথা উঁচু করে চলি আমরা। ২১-এ আমাদের হারাতে চেয়েছিল, পারেনি।আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক।'
কর্মসংস্থানের বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, '১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি রয়েছে।কৃষকদের রোজগার বাংলা প্রথম। কারো জমি দখল করবো না। দেউচা পাঁচামিতে ১ লক্ষ চাকরি হবে। দেউচার প্রকল্প হলে বিদ্যুতের দাম কমবে। তাজপুরে পোর্ট হচ্ছে। আরো ১২ হাজার চাকরি হবে।'