নিজস্ব সংবাদদাতা : শহীদ সমাবেশ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের বৃষ্টিতে ভিজেই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূল করা মানে নিজে কিছু করে খাওয়া যায় না। তৃণমূল করলে মানুষকে প্রাধান্য দিত হবে। তৃণমূলে গদ্দার-ধান্দাবাজদের কোনো জায়গা নেই। হয় ঠিকাদারি করুন, না হয় তৃণমূল করুন।নির্ভয়ে, নির্লোভে তৃণমূল করুন। পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থীকেই সুযোগ। দাদার জল বইয়ে টিকিট পাবে না।'​
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, 'বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না তৃণমূল। রাজ্যে বাংলার নামেই প্রকল্প হবে, প্রধানমন্ত্রীর নামে নয়। না হলে কেন্দ্রের প্রয়োজন নেই। রান্নার গ্যাস ১১০০ টাকা। কেরসিন ১০৬ টাকা। মোদী শাহর অশ্বমেধ ঘোড়া বাংলাকে বেঁধেছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে।এটাই আচ্ছে দিনের নমুনা?'