নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে পৌঁছালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। এই প্রথম সোনিয়া গান্ধী ইডির সামনে হাজির হলেন জিজ্ঞাসাবাদের জন্য। প্রসঙ্গত সোনিয়া গান্ধীকে আগেই নোটিশ পাঠানো হয় ইডির তরফে। তবে কোভিডের জেরে বেশ কিছুদিন তিনি তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে পারবেন না বলে জানানো হয়। কোভিড থেকে সেরে উঠলেও চিকিৎসকরা তাঁকে বিশ্রামের কথা বলেন। সেই অনুযায়ী সোনিয়া গান্ধীর তরফে সময় চেয়ে নেওয়া হয় ইডির কাছে।
কোভিড থেকে সেরে উঠে বিশ্রামের পর আজই সোনিয়া তদন্তকারী সংস্থার অফিসে হাজির হলেন।