সস্ত্রীক বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
সস্ত্রীক বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত কালনা। এবার বর্ধমানের কালনায় সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালনার কৈসাগরিয়া গ্রামে।  ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় সক্রিয় হওয়ায় বেশ কিছুদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় রবিবার তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা। বাধা দেওয়ায় বিজেপি কর্মীর স্ত্রীও আক্রান্ত হন। এরপর কেরোসিন এনে ওই দম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।