New Update
/anm-bengali/media/post_banners/WN0ASeyXZjH1SF9XqK44.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের বাগদাদ শহর। রাস্তার ধারে বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন এখনও পর্যন্ত ৩৫ জন ৷ এছাড়া গুরুতর জখম হয়েছেন ১২ জনেরও বেশি ৷ জানা গিয়েছে, সোমবার পূর্ব বাগদাদের সদর স্ট্রিটে ওয়াহাইলাত বাজারে ইদ আল-আধা উৎসবের কেনাকাটায় ভিড় জমেছিল ৷ আর ঠিক সেই সময়ে এই শক্তিশালী বিস্ফোরণটি হয় ৷ এই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ জনের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us