জট কেটে কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েতে প্রধান নির্বাচন

author-image
Harmeet
New Update
জট কেটে কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েতে প্রধান নির্বাচন
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ দীর্ঘ মামলা জট কেটে কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েতে প্রধান নির্বাচন হল মঙ্গলবার। এদিন পঞ্চায়েতের প্রধান রুমি বেরা গিরির জায়গায় এলেন পাখি রাউত। উপস্থিত আটজন পঞ্চায়েত সদস্য পাখির পক্ষে রায় দেন। দীর্ঘদিন পর তৃণমূলের এক পক্ষের তরফে ও হাইকোর্টের নির্দেশে প্রধান গঠিত হওয়ায় খুশি ব্লক তৃণমূল।

যদিও আগেই রুমির বিরুদ্ধে দু'বার অনাস্থা পাস হয়েছিল। গত ১২ এপ্রিল প্রথম রুমির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল ও বিজেপির টিকিটে জেতা দল ছেড়ে তৃণমূলে আসা আটজন পঞ্চায়েত সদস্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অনাস্থা পাস হওয়ার পর প্রক্রিয়ায় কিছু 'ত্রুটি' নিয়ে রুমি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন। তখন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল করেছিল। গত ৩০ মে ফের রুমি প্রধানের চেয়ারে বসেন। তবে টালবাহানা ও তৃণমূলের দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল বাঘাস্তি পঞ্চায়েতে প্রধান গঠন নিয়ে। এদিন প্রধানের দায়িত্বভার গ্রহণের পর পাখি বলেন, "বিজেপির প্রধানের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত বলেন, "দল ও আইন সুবিচার করেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধান নির্বাচিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তৃণমূল এতদিন পর জয়ী হয়েছে। মানুষের উন্নয়নে কাজ করবে প্রশাসন।"