ওটিটিতে আসছে তামান্না ভাটিয়া অভিনীত 'বাবলি বাউন্সার'

author-image
Harmeet
New Update
ওটিটিতে আসছে তামান্না ভাটিয়া অভিনীত 'বাবলি বাউন্সার'

নিজস্ব প্রতিনিধি-স্টার স্টুডিও এবং জঙ্গলি পিকচার্স পরিচালক মধুর ভান্ডারকরের আসন্ন ছবি 'বাবলি বাউন্সার'-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে।ছবিতে তামান্না ভাটিয়া প্রধান চরিত্রে অভিনয় করেছেন, ছবিটি হিন্দি, 

তামিল এবং তেলেগু ভাষায় ডিজনি প্লাস হটস্টারে এই বছরের ২৩ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।ছবিতে তামান্না ভাটিয়াকে বাবলি বাউন্সারের চরিত্রে দেখা যাবে এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি তাকে।