পুতিনের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার আহ্বান জানাল ইরানের সর্বোচ্চ নেতা

author-image
Harmeet
New Update
পুতিনের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার আহ্বান জানাল ইরানের সর্বোচ্চ নেতা

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইরান সফরে গিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে পুতিনের এই ইরান সফর।



Iran Leader Ayatollah Khamenei Favours Strengthening 'Long  Term-cooperation' with Russia


 ইরানে তিনি দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে।দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে দুই জনে বৈঠক করেন।  





Iran Says No 'Recent' Deal to Send Russia Drones As It Awaits Putin Visit



এই বৈঠকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুতিনের কাছে রাশিয়ার সঙ্গে 'দীর্ঘমেয়াদী সহযোগিতা' জোরদার করার আহ্বান জানিয়েছেন।