চতুর্থ রাউন্ডেও এগিয়ে সুনাক

author-image
Harmeet
New Update
চতুর্থ রাউন্ডেও এগিয়ে সুনাক

নিজস্ব সংবাদদাতাঃ ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে চতুর্থ রাউন্ডেও এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ইউকে চ্যান্সেলর ঋষি সুনাক। 



This is what UK Prime Ministerial candidate Rishi Sunak loves to eat daily  | The Times of India


মঙ্গলবার তিনি লিড ধরে রেখে ভোট পেয়েছেন ১১৮ টি। এই মুহূর্তে তিনিই শীর্ষে রয়েছেন। তারপরেই রয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট। 







তিনি পেয়েছেন ৯২ টি ভোট। ৮৬ টি ভোট পেয়ে তৃতীয় নম্বরে রয়েছেন পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। দৌড় থেকে বাদ পড়েছেন সমতা মন্ত্রী কেমি ব্যাডেনোচক।