নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ১০ নম্বর কর্নগড় অঞ্চলের বাহারকলাবেরিয়া গ্রামে। জানা গিয়েছে, ওই স্কুল ছাত্রীর নাম রুমা সিং, বয়স আনুমানিক ১৪ বছর, শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। মঙ্গলবার স্কুল যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে বকাবকির কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনুমান পরিবার পরিজনের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।