রাজধানী, শতাব্দীতে ৩০ টাকায় মিলবে লাঞ্চ, ডিনার

author-image
Harmeet
New Update
রাজধানী, শতাব্দীতে ৩০ টাকায় মিলবে লাঞ্চ, ডিনার

নিজস্ব সংবাদদাতা: অবশেষে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনে খাবারের দাম ঠিক করে দিল সরকার। নতুন তালিকা অনুসারে টিকিটের সঙ্গে খাবারের দাম মিটিয়ে দিলে খরচ অনেকটা কম পড়বে। তবে চায়ের দাম সব ক্ষেত্রেই সমান রাখা হয়েছে।রেল মন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে। চা পরিবেশনের জন্য আর নেওয়া যাবে না কোনও সার্ভিস ট্যাক্স। রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো ট্রেনের প্রথম শ্রেণিতে চায়ের দাম প্রতি কাপ ৩৫ টাকা। দ্বিতীয়, তৃতীয় শ্রেণি ও চেয়ারকারে চায়ের দাম ২০ টাকা। টিকিটের সঙ্গে খাবারের দাম মেটানো না থাকলেও একই দাম দিতে হবে যাত্রীদের। নেওয়া যাবে না অতিরিক্ত কোনও সার্ভিস চার্জ।