২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

author-image
Harmeet
New Update
২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ‘গত ২ বারের মতোই এবারও ভার্চুয়ালি হোক ২১ শে জুলাইয়ের সভা’। ‘অথবা কড়া গাইডলাইন মেনে হোক সভা’। এই আবেদনে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ‘অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, কোভিড গাইডলাইন মেনেই অনুমতি দেওয়া হয়েছে’। আদালতে জানাল রাজ্য। এই মামলায় শুনানি শেষ, স্থগিত রায়দান স্থগিত।