New Update
/anm-bengali/media/post_banners/HAgyi9qxObvApLYAK283.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিপুল অক্সিজেন নিয়ে ইন্দোনেশিয়ায় গেল 'আর্যভট্ট'। আইএনএস আইরাওয়াত ইন্দোনেশিয়ার তানজুং প্রিওকে পৌঁছাতে বিলম্ব হয়েছে। জানা গিয়েছে, ভারত থেকে ৩০০ টি অক্সিজেন কনসেনট্রেটার এবং ১০০ এমটি লিকুইড মেডিকেল অক্সিজেন বহন করে আর্যভট্ট ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়। এ বিষয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেন, 'কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারত তার অংশীদারদের সাথে দাঁড়িয়েছে'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us