New Update
/anm-bengali/media/post_banners/DfmVEBwJSJd99TmkHSI1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হ্যাকিং ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেসের দাবি, 'রাহুল গান্ধীর ২তি ফোনকেও টার্গেট করা হয়েছিল। স্পাইওয়্যারের তালিকায় ছিল রাহুল গান্ধীর ২টি ফোন নম্বর। এই তালিকায় রাহুলের কয়েকজন সহযোগী, বন্ধুরও ফোন নম্বর রয়েছে। দেশের যে কারও ফোন হ্যাক করতে পারে মোদী সরকার। সুপ্রিম কোর্টের ৩ কর্মীর ফোন নম্বরও হ্যাকিংয়ের তালিকায়। প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার ফোন নম্বরও তালিকায় রয়েছে। ২০১৯-এর ভোটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের সদস্য ছিলেন লাভাসা। মোদী বিধিভঙ্গ করেছিলেন বোলার পরেই ফোন নম্বর হ্যাক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us