আজ থেকে আরও দামি এই পণ্যগুলি

author-image
Harmeet
New Update
আজ থেকে আরও দামি এই পণ্যগুলি

নিজস্ব সংবাদদাতাঃ   আজ থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটির হার। ফলে বদলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তবে কিছু ক্ষেত্রে জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।দেখে নিন কাদের দাম কমল, বাড়ল। 



আজ থেকে প্যাকেজ ও ব্র্যান্ডেড বা লেভেলড প্রোডাক্টের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে। আগে মাত্র ৫ শতাংশ হারে কর ছিল শ্রেণিতে। এ ছাড়াও ডাবের জলের ওপর ১২ শতাংশ GST ও জুতোর কাঁচামালের উপর ১২ শতাংশ নতুন হার প্রযোজ্য হবে।মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখনা, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়ি-র মতো পণ্যের ওপর এখন ৫ শতাংশ জিএসটি লাগবে। মানচিত্র, অ্যাটলাস চার্টে ১২ শতাংশ ফি লাগবে। সেখানে প্যাকেটজাত নয়, লেবেল ও ব্র্যান্ডহীন পণ্যগুলি জিএসটি থেকে ছাড় পাবে।



 
রাস্তা, সেতু, রেলপথ, মেট্রো, বর্জ্য শোধনাগার ও শ্মশানের কাজের চুক্তিতে এখন ১৮ শতাংশ জিএসটি লাগবে। যা আগে ১২ শতাংশ ছিল। তবে রোপওয়ে ও নির্দিষ্ট অস্ত্রপচারের যন্ত্রের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহণের ওপর করের হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। জ্বালানি খরচ সহ পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত ট্রাক, যানবাহনে এখন ১৮ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ জিএসটি দিতে হবে।