পুলিশ আধিকারিকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়ার অভিযোগ

author-image
Harmeet
New Update
পুলিশ আধিকারিকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ এবার পুলিশ আধিকারিকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল খড়গপুরে। এর আগে শিক্ষক ও নেতাদের নামে এমন ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাক চাওয়ার অভিযোগ উঠেছিল। খড়গপুর টাউন থানার পুলিশ আধিকারিক এসআই তাপস মহান্তির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বন্ধুদের ‘রিকোয়েস্ট' পাঠিয়ে মেসেঞ্জারে টাকা তুলেছে ভুয়ো অ্যাকাউন্টের মালিক।



 ঘটনা জানতে পেরেই পুলিশ আধিকারিক বাকিদের সচেতন করেন বলেন, “সাইবার ক্রিমিনালরা আমার নাম করে আমার চেনা মানুষের কাছ থেকে টাকা চাইছে। একজনের থেকে ষাট হাজার টাকা পর্যন্ত চাওয়ার অভিযোগ পওয়া গিয়েছে”। এভাবেই ফেসবুকে পাল্টা পোস্ট করে বন্ধুদের সাবধান করেন তিনি। ফেসবুক অ্যাকাউন্টটিতে পুলিশ আধিকারিকের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।