নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের একটি এম-১৭ হেলিকপ্টার এবং একটি এসইউ-২৫ এয়ারক্রাফট গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দক্ষিণ ইউক্রেনীয় শহর ওডেসার একটি শিল্পাঞ্চলে একটি ডিপোও ধ্বংসের দাবি করেছে মস্কো। তাদের দাবি, ডিপোটিতে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর সরবরাহ করা হারপুন অ্যান্টি শিপ মিসাইল রাখা ছিল।