রানীর হাত ধরে মধ্যপ্রদেশে খাতা খুললো আপ

author-image
Harmeet
New Update
রানীর হাত ধরে মধ্যপ্রদেশে খাতা খুললো আপ

নিজস্ব সংবাদদাতা : আম আদমি পার্টির মুকুটে নয়া পালক। মধ্যপ্রদেশে সিঙ্গরাউলিতে মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন আপ প্রার্থী রানী আগরওয়াল। এই জয়ের মধ্য দিয়েই এবার মধ্যপ্রদেশে খাতা খুললো আপ। ৯৩০০ ভোটে মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন রানী। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী চন্দ্র প্রতাপ বিশ্বকর্মাকে পরাজিত করেছেন, যিনি বিদায়ী সিংরাউলি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।


আপের জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রানীকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। কেজরিওয়ালের দাবি,সারা দেশের মানুষ তার দলের "সৎ রাজনীতির" প্রশংসা করছে।