S-300 ব্যবহার করছে রাশিয়া

author-image
Harmeet
New Update
S-300 ব্যবহার করছে রাশিয়া

নিজস্ব সংবাদদাতা: মাইকোলাইভ ওব্লাস্টের গভর্নর ভিটালি কিম কিছু দিন আগে তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছিলেন, রুশ বাহিনী ঘন ঘন 'রকেট হামলা' চালাচ্ছে। সেই সঙ্গে জিপিএস ন্যাভিগেটর যুক্ত এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে স্থলভাগে আঘাত হানছে। কিম আরও বলেছেন, এস-৩০০ বাহিনী ইউক্রেনের স্থলভাগে ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও সেই ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির পরিমাণ কতো সে বিষয়ে বিশদে জানা যায়নি।