Yonex Taipei Open 2022: শেষ ষোলোর খেলোয়াড়দের জন্য কতো বরাদ্দ?

author-image
Harmeet
New Update
Yonex Taipei Open 2022: শেষ ষোলোর খেলোয়াড়দের জন্য কতো বরাদ্দ?

নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ইয়োনেক্স তাইপেই ওপেন। চ্যাম্পিয়ন থেকে শেষ ষোলো, প্রত্যেকের জন্যই রয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি। শেষ ষোলোয় থাকা খেলোয়াড়দের জন্য রয়েছে ১ হাজার ৭৫০ মার্কিন ডলার।

 


ডাবলস বিভাগের জন্য ১ হাজার ৮৭৫ মার্কিন ডলার। সিঙ্গেলসের বিজয়ীরা পাবেন ৩৭ হাজার ৫০০ মার্কিন ডলার। ডাবলস বিভাগের বিজয়ীরা ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার পাবেন টুর্নামেন্ট বিজয়ী হিসেবে। তবে, উভয় বিভাগের ফাইনালিস্টরাই ১৯ হাজার মার্কিন ডলার পাবেন।