Yonex Taipei Open 2022: কোথায় হবে টুর্নামেন্ট?

author-image
Harmeet
New Update
Yonex Taipei Open 2022: কোথায় হবে টুর্নামেন্ট?

নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে এবারের ইয়োনেক্স তাইপেই ওপেন। ভারতের পক্ষ থেকে প্রতিযোগিতায় থাকবেন পারুপল্লি কাশ্যপ, সাইনা নেহওয়াল, এমআর অর্জুন ও ধ্রুব কপিলা, কৃষ্ণ প্রসাদ ও বিশ্ববর্ধন, ঈশান ভাটনগর এবং তানিশা ক্রাস্টো। 

তাইপেই হেপিং বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। শুরু হয়েছিল সেই ১৯৮০ সালে।