​নিজস্ব সংবাদদাতাঃ মিরা রাজপুত শাহিদের স্ত্রী বলিউডে কোনো সিনেমায় অভিনয় করেননি। অথচ তার অনুরাগীর সংখ্যা কম নয়। মিরা সোশ্যাল মিডিয়ায় খুব আক্টিভ। রিসেন্ট মীরা একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে তাকে নিখুঁত সাজ পোশাকে দেখা গিয়েছে। ভিডিওটিতে মীরা খুব সুন্দর একটি জুতো এবং সালোয়ার ও তার সঙ্গে প্রিন্টেড ওড়না ও নিয়েছেন। আর ভিডিওর ব্যাকগ্রউন্ডে সোনা গিয়েছে শাহিদ কাপুরের ' কবির সিং ' মুভির ' তুঝে কিতনা চাহানে লাগে হাম ' গানটি। আর স্ত্রীর সেজেগুজে মুগ্ধ শাহিদ। মীরার প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে অভিনেতা শাহিদ।