উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকরের পর রাজভবনে কে?

author-image
Harmeet
New Update
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকরের পর রাজভবনে কে?

নিজস্ব সংবাদদাতা:

রাজ্যপাল জগদীপ ধনকর এনডিএ মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। যার অর্থ আগামী দিনে পশ্চিমবঙ্গে আসতে পারেন নতুন রাজ্য 

পাল। রাজনৈতিক মহলে এখন কোটি টাকার প্রশ্ন, আগামী দিনে কে হতে পারেন বাংলার রাজ্যপাল?



 
তৃণমূলের আমলে বাংলা কার্যত বিরোধী শূন্য। ভারতীয় জনতা পার্টির দিকে হাওয়া থাকলেও জনমত তাদের দিকে যায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি না থাকলে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারে জল্পনা চলছে।

এএনএম নিউজ বিজেপির অভিজ্ঞ নেতাদের কাছ থেকে জানতে পেরেছে তিনটি নাম। প্রাক্তন মন্ত্রী মুখতার আব্বাস নকভি, কেরালার রাজ্যপাল আরিফ মাহম্মদ খান এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল এবং প্রাক্তন আরএসএস কর্মী রাজেন্দ্র আরলেকার বিবেচনার মধ্যে রয়েছে বলে জানতে পারা গিয়েছে।

বঙ্গ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম ভোট। মমতার টিএমসি সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ অর্জন করতে সক্ষম হয়েছে। নকভি বা খানকে বাংলায় পাঠিয়ে, বিজেপি মুসলিম সম্প্রদায়ের কাছে বার্তা পাঠাতে পারে। রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নাকভি। খান কেরালায় দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করেছেন। 

তবে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, আরএসএস-এর দীর্ঘ দিনের সদস্য আরলেকর রাজ্যপাল হওয়ার অন্যতম দাবিদার। সুনামের পাশাপাশি তাঁর রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি।