তৃণমূল বিধায়কের অভিযোগে গ্রেফতার সাংবাদিক

author-image
Harmeet
New Update
তৃণমূল বিধায়কের অভিযোগে গ্রেফতার সাংবাদিক

হরি ঘোষ, পান্ডবেশ্বর: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী দ্রৌপদী মূর্মূকে ভোট দেওয়ার জন্য তৃণমূল বিধায়কদের প্রভাবিত ও অর্থের লোভ দেখানোর অভিযোগে গ্রেফতার সাংবাদিক। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গ্রেফতার হওয়া সাংবাদিকের নাম সঞ্জয় সিং।তাকে গভীর রাতে দুর্গাপুর বিজন এলাকা থেকে গ্রেফতার করা হয় ।

 নরেন্দ্রবাবু পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে জানান যে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মূকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন বিধায়কদের সঞ্জয় ফোন করছিলেন শুভেন্দু অধিকারীর হয়ে। তাকেও ফোন করে দ্রৌপদী মূর্মূকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এমনকি, শুভেন্দু অধিকারীর নামে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।এই মর্মে পাণ্ডবেশ্বর সহ বিভিন্ন থানায় এফআইআর করা হয় । এফআইআরের ভিত্তিতে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশ্যাল পুলিশ তাকে গ্রেফতার করে।