জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করল এনডিএ তথা বিজেপি। শনিবার সন্ধ্যায় এই ঘোষণা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।



File:Governor of West Bengal Jagdeep Dhankhar with Prime Minister of India Narendra  Modi.jpg - Wikimedia Commons


 এবার জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “শ্রী জগদীপ ধনকড় জি আমাদের সংবিধান সম্পর্কে চমৎকার জ্ঞান রাখেন। তিনি আইন প্রণয়নের বিষয়েও সুপণ্ডিত। 



West Bengal Governor Jagdeep Dhankhar Meets PM Modi, Discusses Political  Situation in State


আমি নিশ্চিত যে তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন এবং জাতীয় অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে হাউসের কার্যক্রম পরিচালনা করবেন”।