New Update
/anm-bengali/media/post_banners/J3AxHCiNKcvGAKuCp45h.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। ওয়াস্প-৯৬বি থেকে নির্গত আলোর তরঙ্গ পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। পরীক্ষা, পর্যবেক্ষণ করে জানা গিয়েছে যে সেখানে জল ও মেঘের অস্তিত্ব রয়েছে। এই গ্রহটি এতটাই বড় এবং উষ্ণ যে সেখানে প্রাণ থাকার সমস্ত সম্ভাবনা রয়েছে। যদিও এই ছবি বা তথ্য একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আগামী দিনে আরও অনেক অজানাকে তুলে ধরবে বলে মনে করা হয়েছে।
The Webb Telescope Just Proved It Can Detect Signs of Life in Alien Atmospheres https://t.co/2dYJsIAKm3
— ScienceAlert (@ScienceAlert) July 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us