স্টেনোগ্রাফার পদে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
স্টেনোগ্রাফার পদে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিক পাসে চাকরি সুযোগ রয়েছে বিএআরসিতে। স্টেনোগ্রাফার  হিসাবে চাকরির সুযোগ। মোট শূণ্যপদ ৬ টি। মাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর পেলে এবং স্টেনোগ্রাফি ইংরাজি শব্দ মিনিটে ৮০ টি এবং সাধারণ ইংরাজি শব্দ মিনিটে ৩০ টি করে কম্পিউটারে টাইপ করতে পারলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়স- জেনারেল- ১৮ – ২৭ বছর।

        ওবিসি- ১৮ – ৩০ বছর।

        এসসি, এসটি- ১৮ – ৩২ বছর।

বেতন- ২৫,৫০০ টাকা।

চাকরির জন্য বিএআরসি-এর ওয়েব সাইট ভিসিট করুন (https://recruit.barc.gov.in/barcrecruit/forms/registration/new_user.jsp)। আবেদনের শেষ তারিখ ৩১.০৭.২০২২।