New Update
/anm-bengali/media/post_banners/o9BWEIuiWg7WW8LOxmIC.jpg)
নিজস্ব সংবাদদাতা: চলতি ট্রান্সফার উইন্ডোতে ক্রিশ্চিয়ান এরিকসেনকে দলে নিশ্চিত করেছে ম্যাচেস্টার ইউনাইটেড। গত বছর ইউরোয় ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আসন্ন ফুটবল মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে। এরিকসেন বলেছেন, "ম্যান ইউ একটা বিশেষ ক্লাব। এখানে খেলার তর সইছে না। এমনিতে ওল্ড ট্র্যাফোর্ডে বহু বার খেলার সৌভাগ্য হয়েছে। তবে রেড ডেভিলসের লাল জার্সি পরে নামার রোমাঞ্চই আলাদা।"
#mufc have completed the signing of Christian Eriksen on a three-year contract.
— Samuel Luckhurst (@samuelluckhurst) July 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us